ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১৮ মে) দুপুরে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আটকের পর নুসরাত ফারিয়াকে প্রথমে ঢাকার ভাটারা থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে বিকেল চারটার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নুসরাত ফারিয়াকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলার প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টার মামলায় তার নাম রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি আন্দোলনের বিরোধিতা করে অর্থায়নের মাধ্যমে ক্ষমতাসীন দলের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও তদন্ত চলছে।