সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী অপু বিশ্বাস।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিল্পীরা সবসময় নতুন-নতুন কাজের প্রত্যাশায় থাকে এবং সবসময় নিজেকে প্রস্তুত রাখেও। আমিও তার ব্যতিক্রম নই।
অপু বিশ্বাস বলেন, নতুন কাজের জন্য আমিও অপেক্ষা করছি তার নিজেকেই পরিবর্তন করেছি। সকলেই দোয়া করবেন যাতে করে যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রস্তুত করছি, তা যেন করতে পারি। আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই অপুবিশ্বাস যেটা আপনারা চান দর্শকরা চাই সেটা যেন আমি প্রেজেন্ট করতে পারি।
শাকিবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নতুন অনেক নামকরা ডিরেক্টররা কাজ করেছে, ইয়াং জেনারেশন তারা চেঞ্জ করছে পাশাপাশি মেগাস্টার শাকিব খান উনি উনার অক্লান্ত পরিশ্রম করছে। শাকিব খান কি করছে সেটা আসলে বলা খুব মুশকিল তান্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দিবে। একবাক্যে বলব জাস্ট সুপার সো প্রাউড।’
তার কথায়, ‘শাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদেরই চ্যানেলের সামনে আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে।’
অপুর ভাষ্য, ‘ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এত কাজ করার পরেও আমি বলব আসলেই সৌভাগ্যের ব্যাপার।’
শাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বলেন, দেখা যাক এটার জন্য আসলে প্ল্যানিং দরকার, প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, গল্প দরকার। সবকিছু ম্যাচ করলেই আসলে আসা সম্ভব।