আসন্ন ঈদে ঢালিউডের মেগাস্টার শাকিব খান নিয়ে আসছেন তার নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘তাণ্ডব’।
সিনেমাটির পোস্টার ও প্রায় দেড় মিনিটের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ঘিরে চলছে ব্যাপক আলোচনা।
সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ‘তাণ্ডব’ সিনেমার একটি পোস্টার। সেখানে তাকে দেখা গেছে দহনাত্মক অ্যাকশন লুকে—হাতে জ্বলন্ত সিগারেট, পরনে খোলা শার্ট, চোখেমুখে আগুনের দীপ্তি।
পোস্টারের ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘পূর্বাভাসে তাণ্ডব শুরু।’
এই পোস্টার ও লুক দেখে শাকিব ভক্তরা উচ্ছ্বসিত। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমাদের মেগাস্টার শাকিব খান এবার বাংলা সিনেমাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। রেকর্ড গড়বেই তাণ্ডব।’
অন্য একজন, ইসলাম জিয়া, লিখেছেন, ‘শাকিব খান মানেই সুপারহিট ব্লকবাস্টার,’ সাথে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
সব মিলিয়ে ‘তাণ্ডব’ নিয়ে শাকিব ভক্তদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এখন অপেক্ষা শুধু ঈদের মুক্তির জন্য।
প্রসঙ্গত, সিনেমাটির পরিচালক রায়হান রাফী। সিনেমাটি একটি দ্বিপাক্ষিক যৌথ প্রযোজনা, যেখানে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে।