‘একসময় ভাবতাম হয়তোবা আমাকে দিয়ে আর কিছুই হবে না’

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসে গেল গত শুক্রবার, রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল থেকেই তারকাদের পদচারণায় জমে ওঠে লালগালিচা।

এ বছরের মেরিল-প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘তুফান’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

এছাড়া বাংলা চলচ্চিত্রে ২৫ বছর পূর্ণ করায়, শাকিব খানকে দেওয়া হয় অভিনয়জীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা। স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও খ্যাতনামা নির্মাতা মতিন রহমান তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

পুরস্কার গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাকিব খান কথা বলেন নিজের দীর্ঘ পথচলা, ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

শাকিব খান বলেন, ‘নিজের চেনা মুখগুলোকেই পালটে যেতে দেখেছি। অবাক হয়েছি, দুঃখিত হয়েছি। ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যাই, এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো, একটা ট্রাই করে যাই। নাহলে চলে যাব, ছেড়ে দিব চলচ্চিত্র। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি অনেক।’

নিজের খারাপ সময়ের কথা উল্লেখ করে শাকিব খান বলেন, ‘একসময় যখন হতাশ হয়ে যেতাম, ভাবতাম সত্যি হয়তোবা আমাকে দিয়ে আর কিছুই হবে না। আপনাদের হয়তো কারও কারও মনে থাকতে পারে, কিছুদিন আগে কিছু ডিজাস্টারের কারণে আমেরিকা থেকে যখন এসেছি, নিজের আপন মানুষকেই বলতে শুনেছি “তোমার দিন শেষ শাকিব”।’

Leave a Reply

Your email address will not be published.