“আমি কখনো ‘র’ এজেন্ট, কখনো ‘মোসাদ’, কখনো ‘সিআইএ’— বাঁধনের বিস্ফোরক স্ট্যাটাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সামাজিক ইস্যুতে সক্রিয় ভূমিকার জন্য মাঝেমধ্যে আলোচনায় আসেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

রোববার (২৫ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে নিজের জীবনের কিছু চাঞ্চল্যকর অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

স্ট্যাটাসে বাঁধন জানান, ২০২১ সালে বলিউডের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয়ের সময় তিনি ছিলেন এক গর্বিত ‘র’ (RAW) এজেন্টের ভূমিকায়। সহ-অভিনেতা হিসেবে ছিলেন বলিউড অভিনেত্রী টাবু। কিন্তু সিনেমার প্রিমিয়ারে যোগ দেওয়ার আগেই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

বাঁধন বলেন, তার ভিসা আবেদন পাঁচবার ভারতীয় হাইকমিশন থেকে প্রত্যাখ্যাত হয়। কারণ হিসেবে ভারতের পক্ষ থেকে একটি ছবির কথা বলা হয় যেখানে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে ছিলেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা। পরে দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সহায়তায় এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পেলেও বলিউড ও কলকাতার একাধিক কাজের সুযোগ হারান তিনি।

স্ট্যাটাসে বাঁধন আরও উল্লেখ করেন, সম্প্রতি জুলাই মাসের গণ-অভ্যুত্থান ঘিরেও নানা অভিযোগের মুখে পড়েন। তাকে কখনো ‘সিআইএ এজেন্ট’, কখনো ‘ইউএসএইডের অর্থ পাওয়া ব্যক্তি’, আবার কখনো ‘জামায়াত কর্মী’ বলা হয়েছে— শুধুমাত্র সামাজিক মাধ্যমে এক জামায়াত নেতার ছবি শেয়ার করায়।

তিনি বলেন, সর্বশেষ তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ এবং ভারতীয় ‘র’ সংস্থার সদস্য হিসেবেও আখ্যায়িত করা হয়েছে।

বাঁধনের ভাষায়, “আমার এক বন্ধু, যিনি বর্তমানে সরকারের সঙ্গে যুক্ত, তিনি আমাকে সরাসরি জিজ্ঞেস করেছেন— টাকা খাইছো?”

এই ঘটনাগুলোতে হতাশা প্রকাশ করে বাঁধন লেখেন, “কী ধরনের সমাজে বাস করি আমরা? এখানে কেউ সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে না।”

তার এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.