ঈদে মুক্তি পেয়েও দর্শকশূন্য ‘টগর’, মাল্টিপ্লেক্স থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নায়কের

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছয়টি বাংলা সিনেমার মধ্যে একটি ছিল আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘টগর’। তবে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়, বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে। ফলে দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমা হলের প্রদর্শনী তালিকা থেকে বাদ পড়ে ‘টগর’। এই বিষয়ে সিনেমার নায়ক আদর আজাদ জানান, মাল্টিপ্লেক্স থেকে সিনেমা সরানোর সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছেন।

আদর আজাদ সামাজিক মাধ্যমে নতুন হল তালিকা শেয়ার করে লেখেন, “ঈদের ব্যস্ততায় অন্যান্য চলচ্চিত্রের কারণে দর্শকদের উপযোগী সময়সূচিতে ‘টগর’-এর শো নির্ধারণ সম্ভব হয়নি। তাই দর্শকদের স্বার্থে মাল্টিপ্লেক্স থেকে এক সপ্তাহের জন্য সিনেমাটি তুলে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আমরা নতুন পরিকল্পনা ও সময়সূচি নিয়ে ফিরছি।”

বর্তমানে ‘টগর’ চলছে ঢাকার আজাদ সিনেমা হলে, নীলফামারীর বাবু টকিজ ও নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে।

তবে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ হতাশাজনক। সামাজিক মাধ্যমে অনেকে ‘টগর’ দেখে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন। সিনেমা দেখার পর হলে বসে কিংবা বেরিয়ে দর্শকরা প্রকাশ্যে জানিয়েছেন তাদের অসন্তুষ্টি।

আলোক হাসানের পরিচালনায় নির্মিত এই সিনেমা ঈদে দর্শকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মত দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

Leave a Reply

Your email address will not be published.