তাণ্ডব দেখে সাবিলাকে প্রশংসায় ভাসালেন মেহজাবীন

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। সিনেমাটিতে সাবিলা জুটি বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে।

রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে। দর্শক এবং তারকারা সবাই সিনেমাটি দেখার পর সাবিলার অভিনয়ের প্রশংসা করছেন। অনেকেই মনে করছেন, অভিষেকেই বড় পর্দায় সাবিলা তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

তবে এতদিন ‘তাণ্ডব’ নিয়ে চুপ ছিলেন সাবিলার ঘনিষ্ঠ সহকর্মী ও আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গুঞ্জন উঠেছিল, সাবিলার সাফল্যে কি ঈর্ষান্বিত মেহজাবীন?

আসলে বিষয়টি একেবারেই ভিন্ন। সদ্য বিবাহিত মেহজাবীন ঈদের ছুটি কাটাচ্ছিলেন ফ্রান্সে হানিমুনে, তাই সিনেমা দেখা হয়ে ওঠেনি তখন। তবে দেশে ফিরেই তিনি প্রেক্ষাগৃহে গিয়ে সাবিলার সঙ্গে বসেই দেখেছেন ‘তাণ্ডব’।

দর্শকসারিতে বসে সিনেমার একটি গানের দৃশ্যের ভিডিও শেয়ার করে মেহজাবীন লিখেছেন, “বড় পর্দায় সাবিলাকে দেখছি! এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা চরিত্র, এত পবিত্র, এত নিষ্পাপ। সে সত্যিই সৌন্দর্য এবং মনোমুগ্ধকর মনোভাব দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।”

মেহজাবীনের এমন উচ্ছ্বাসপূর্ণ মন্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সাবিলা নূর।
এদিকে ‘তাণ্ডব’ শুধু দেশে নয়, দেশের বাইরের প্রেক্ষাগৃহেও সাড়া ফেলেছে। পাইরেসির শিকার হওয়া সত্ত্বেও সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ কমেনি।

দেশের বিভিন্ন এলাকায় প্রেক্ষাগৃহ না থাকায় অস্থায়ীভাবে স্ক্রিন বসিয়ে চলছে সিনেমাটির প্রদর্শনী। শাকিব-সাবিলা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, গাজী রাকায়েত, ডা. এজাজ, এফএস নাঈম ও ফজলুর রহমান বাবু।

সিনেমাটি যেন নতুন মুখ ও পুরোনো অভিজ্ঞতার এক অপূর্ব সমন্বয়, যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য যেকোনো সিনেমার চেয়ে বেশি।

 

Leave a Reply

Your email address will not be published.