প্যারিসের রাস্তায় ঘুরঘুর করে কাটাচ্ছেন মেহজাবীন

সাম্প্রতিক সময়ে নানা ব্যস্ততা শেষে ছুটির আমেজে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বেশ কয়েকদিন হলো ফ্র্যান্সের প্যারিসে অবস্থান করছেন তিনি। তার সাম্প্রতিক পোস্টগুলোই বলে দেয়- এই ছুটি কতটা উপভোগ করছেন মেহজাবীন।

পরিচালক আদনান আল রাজিবকে নিয়ে এখন সুখের সংসার মেহজাবীনের। গেল কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্বও করেছেন আদনান; সেখানে ছিলেন মেহজাবীনও।

এবার খানিকটা ফ্রি হয়ে আদনানকে নিয়ে প্যারিসের রাস্তায় ঘুরঘুর করে কাটাচ্ছেন মেহজাবীন। কোথাও ঘুরতে বের হলেই একসঙ্গে ফ্রেমবন্দী হন তারা, উপভোগ করেন নিজেদের সেরা মুহূর্তগুলো।

তবে এবার প্যারিসের রাস্তায় ফ্রেমবন্দী হলেন শুধু অভিনেত্রী নিজেই। পরনে আকাশি রঙের পোশাকে পোজ দিয়েছেন সেখানকার ঐতিহ্যবাহী ‘ক্যাফে ব্রাসেরি’র সামনে থেকে। সেখানে এক মোহনীয় লুকে নজর কাড়েন অভিনেত্রী; ফুটে ওঠে তার রূপের স্নিগ্ধতা।

সামাজিক মাধ্যমে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্লু-টিফুল’। এক শব্দে যেন অভিনেত্রী বুঝিয়ে দিলেন- একটি মাত্র রঙ মেহজাবীনের রূপ-সৌন্দর্য্যকে বর্ণনা করে দিল।
আরও একটি ভিডিও পোস্ট করেন মেহজাবীন। লিখেছিলেন—’কফি ডেট ইন প্যারিস’। সেখানে দেখা গেছে তাকে স্টাইল নিয়ে কফি উপভোগ করতে। আবার কখনো রেস্টুরেন্টের টেবিলে বসে কিংবা একান্তে হাঁটতে হাঁটতেও ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী।

মেহজাবীনের এই ছবিগুলোতে ভক্তদের প্রতিক্রিয়া ছিল ব্যাপক। অসংখ্য মন্তব্যও দেখা গেছে মন্তব্যঘরে; ছড়িয়ে গেছে মুগ্ধতাও।

হেডলাইন দাও এবং নিউজটা সুন্দর করে রিরাইট করো

 

Leave a Reply

Your email address will not be published.