সব মামলা শেষ, সংসারে ফেরার সিদ্ধান্ত হিরো আলম-রিয়ামনির

সব বিভেদ ভুলে আবার একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি। দীর্ঘদিনের নাটকীয়তা আর পারিবারিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে তারা নতুন করে সংসার জীবন শুরু করছেন।

মঙ্গলবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সুখবরটি জানান রিয়ামনি। সেখানে তিনি হিরো আলমের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাদের হাতে দেখা যায় একটি স্ট্যাম্প। পাশে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান।

পোস্টের ক্যাপশনে রিয়ামনি লেখেন, ‘সকল মামলার অবসান ঘটিয়ে একসাথে জীবন গড়ার সিদ্ধান্ত।’ তিনি ধন্যবাদ জানান অ্যাডভোকেট আতিকুর রহমান খানকেও।

রিয়ামনির এই পোস্টে শুভকামনা জানিয়েছেন অনেক অনুসারী। কেউ লিখেছেন, ‘অভিনন্দন তোমাদের। নতুন করে আবার জীবন শুরু করো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘দাম্পত্য জীবনের জন্য অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইল।’ তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ মন্তব্য করেছেন, ‘আবার নতুন কোনো ফন্দি পাতার চেষ্টা করছো না তো!’

সব মিলিয়ে হিরো আলম ও রিয়ামনির এই নতুন সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

রিয়ামনির শেয়ার করা পোস্ট নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন হিরো আলম। যেখানে তার অনুরাগীরাও মন্তব্য করেছেন।

কেউ জানিয়েছেন শুভকামনা তো কেউ করেছেন তিরস্কার। কেউ কেউ মন্তব্যে তালাকের কথাও মনে করিয়ে দিয়েছেন।

এর আগে, হিরো আলমের বাবার মৃত্যুর পর রিয়ামনির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে ডিভোর্সের ঘোষণা দেন হিরো আলম। দুজনের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলমান আছে। এরইমধ্যে গত শুক্রবার বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু। এ ঘটনায় তার স্ত্রী রিয়ামনি বগুড়ায় ছুটে যান। তাকে সেখান থেকে ঢাকায় নিয়ে আসেন। আত্মহত্যার চেষ্টার ঘটনার পর হিরো আলম ও রিয়ামনির দূরত্ব কমে আসে। শেষমেশ ফের দুইজন এক হলেন।

 

Leave a Reply

Your email address will not be published.