একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার

একক কনসার্টে গান শোনাতে আসছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। এ নিয়ে তৃতীবাররে মত একক কনসার্টে পাওয়া যাবে বাপ্পাকে।

দুই ঘণ্টার এই কনসার্টে পুরোনো গানগুলো নতুন ঢঙে ও নতুন আবহে পরিবেশন করা হবে বলে জানিয়েছেন এই সংগীত শিল্পী।

ইয়ামাহা ওয়ান ট্রু সাউন্ড’ ব্যানারে আয়োজিত এই কনসার্টটি হবে ঢাকার ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে, আগামী ১২ জুলাই।

তথ্যটি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহার সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আল শাহরিয়ার সম্রাট।

তিনি বলেন, ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে আমরা সবসময় এক্সক্লুসিভ শো আয়োজন করার চেষ্টা করি। শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় ৪৫টির মত শো করেছি। এবার পারফর্ম করবেন বাপ্পা মজুমদার।

তার গাওয়া জনপ্রিয় গানগুলো নতুন অ্যারেঞ্জমেন্টে, নতুন ধ্বনিতে পরিবেশন করবেন তিনি। আশা করছি দর্শক সেরা মুহূর্ত নিয়ে ফিরবেন কনসার্ট থেকে।

 

সম্রাট জানিয়েছেন, রাত ৮টায় শুরু হবে কনসার্ট, তবে দর্শকদের জন্য গেইট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৭টায়। কনসার্টের টিকেটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা, টিকেট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে।

২০২২ সালে গানের প্রথম একক শো করেন বাপ্পা, এরপর গত বছর ‘বাপ্পা মজুমদার অডিসি’ শিরোনামে কেআইবি মিলনায়তনে আয়োজিত হয়েছিলেন আরেকটি শো।

গানের ভুবনে তিন দশকের বেশি সময় ধরে বিচরণ করছেন বাপ্পা। একক গান ও দলছুট ব্যান্ড নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। প্রচারের অপেক্ষায় এই শিল্পীর ‘আগামীকাল’ শিরোনামের গান৷

গত মে মাসে প্রকাশ পেয়েছে বাপ্পার আরেকটি গান ‘মাগুরার ফুল’। প্রতিবাদী এই গানটির কথা তৈরি করা হয়েছে মাগুরার ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারানো সেই শিশুকে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published.