দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন বিদ্যা সিনহা মিম। ২০২২ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘পরাণ’–এর পর তাকে আর সেভাবে সিনেমায় দেখা যায়নি। এরপর মুক্তি পায় তার আরেক ছবি ‘দামাল’, তবে সেটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। ফলে বলা যায়, সিনেমার দুনিয়ায় কিছুটা আড়ালেই ছিলেন এই অভিনেত্রী।
তবে বিজ্ঞাপন আর ফটোশুটে বেশ সক্রিয় ছিলেন মিম। এই কাজগুলো নিয়েও এসেছেন আলোচনায়। তবে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেননি এতদিন।
এবার জানা গেল, মিম শেষ করেছেন ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমার শুটিং। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন পান্না কায়সার চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।
সিনেমার বর্তমান অগ্রগতি সম্পর্কে মিম বলেন,
‘সিনেমাটির শুটিং শেষ হয়েছে। শুধু কিছু প্যাচওয়ার্ক বাকি আছে, সেগুলো আগামী ১৬ ও ১৭ জুলাই হবে। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছি। এরপরই পুরো কাজ শেষ হবে।’
মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও আশাবাদী মিম। তার ভাষায়,
‘সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী। দারুণ একটি গল্প। দর্শকরা হলে গিয়ে উপভোগ করবেন বলেই বিশ্বাস।’
এ সিনেমার বাইরে ওয়েব সিরিজেও কাজ করেছেন এই অভিনেত্রী। নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন,
‘নতুন কিছু প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ হলে তবেই কাজ করব।’
সম্প্রতি একটি আনন্দঘন ভ্রমণও সেরে এসেছেন মিম। ঘুরে এসেছেন শ্রীলঙ্কা থেকে। এ প্রসঙ্গে বলেন,
‘সব মিলিয়ে ১০ দিন ছিলাম শ্রীলঙ্কায়। অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি। এমন ভ্রমণ স্মৃতিময় হয়ে থাকবে। সত্যি বলতে, এত সুন্দর দেশ দেখে মনে হচ্ছে দ্বিতীয়বার না গেলেও চলবে।’
সামনের দিনগুলোতে আবারও ক্যামেরার সামনে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিদ্যা সিনহা মিম। এখন শুধু অপেক্ষা ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার মুক্তির।