দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন অবশেষে মুক্তি পেয়েছে। দুই বছরেরও বেশি সময় পর আবারও নাটকটি নিয়ে হাজির হয়েছেন নির্মাতা কাজল আরিফিন অমি।
আসন্ন ঈদুল আজহার রাতে একযোগে প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর প্রথম ৮ পর্ব, যা প্রথমে দেখা যায় ‘বঙ্গ’ অ্যাপে—৪০ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে। তবে এবার দর্শকদের জন্য এসেছে সুখবর।
পরিচালক অমি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, এখন থেকে বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটি প্রকাশ করা হবে ‘Boom Films’ ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, ২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিকটি তরুণদের জীবনের হাসি-কান্না, প্রেম-দুঃখ আর বাস্তবতার গল্প দিয়ে জয় করে নিয়েছে দর্শকের হৃদয়। নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা ও আশুতোষ সুজন প্রমুখ।
নতুন সিজনেও দর্শকরা আগের মতোই মজার গল্প আর প্রাণবন্ত চরিত্রে পাবে হাসি ও বিনোদনের চমৎকার মিশেল।