ওটিটি প্রসঙ্গে নাওয়াজ

ভারতের ওটিটি প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে তেমন আশাবাদী নন নাওয়াজউদ্দিন সিদ্দিকি । যদিও সুধীর মিশ্রের নেটফ্লিক্স ফিল্ম ‘সিরিয়াস ম্যান’-এ অভিনয়ের জন্য ২০২১ সালের আন্তর্জাতিক এমি পুরস্কারে অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনয়শিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবু ভারতে ওটিটি প্লাটফর্মের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান তিনি ।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে ওটিটি প্ল্যাটফর্মের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি মনে করেন, কিছু ব্যবসায়ী এটাকে শুধু ‘ধান্দা’ হিসেবে এখন ব্যবহার করছে।
নওয়াজের ভাষ্যে, ‘ওটিটির শুরুটা ছিল সত্যিই ভালো এবং নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়। এ প্ল্যাটফর্মে এমন সব কনটেন্ট স্ট্রিমিং হতো, যা আমরা আগে সিনেমায় দেখিনি এবং সেটি ছিল একেবারেই ইউনিক স্টাইল। কিন্তু ইদানীং আমার মনে হয়েছে, ওটিটি তার গুণগত মান ধরে রাখছে না। অনেক কনটেন্ট আসছে, মান একদম খারাপ হয়ে গেছে। আপনি এর সঙ্গে টেলিভিশন সিরিজের তুলনা করতে পারবেন।’

তবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নিজের বিশ্বব্যাপী পরিচিতি হয়েছে বলে স্বীকার করেছেন নওয়াজ। তিনি জানান, ‘স্যাকরেড গেমস’-এর পরে তিনি যখন বিভিন্ন দেশে সফরে গেছেন, অনেকেই তাঁকে চিনেছে

Leave a Reply

Your email address will not be published.