ঈদ মানেই সিনেমা হল মুখর থাকে দর্শকে। আর এবারের ঈদে দুই জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ প্রথমবারের মতো মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করে যেন নতুন অধ্যায়ের সূচনা করলেন। শাকিব খান ও শরীফুল রাজের বিপরীতে অভিনয় করে দর্শকের ভালোবাসাও কুড়িয়েছেন তারা।
সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ—দুজনই ছোট পর্দায় পরিচিত মুখ। নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে তারা দাপটের সঙ্গেই কাজ করেছেন। তবে এবার ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে ঢালিউডের বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে তাদের নায়িকা হিসেবে অভিষেক ঘটে। দর্শকের সাড়া বলছে—এই অভিষেক এক কথায় সফল।
ঈদের অন্যান্য সময় পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতেন তারা। কিন্তু এবার প্রেক্ষাগৃহে ছুটতে হয়েছে, কথা বলতে হয়েছে দর্শকদের সঙ্গে, তুলতে হয়েছে হাস্যোজ্জ্বল সেলফি।
‘তাণ্ডব’ ছবিতে অভিনয়ের প্রস্তাব সাবিলা পান গত ঈদুল ফিতরের সময়। পরিচালক রায়হান রাফীর গল্প শুনেই রাজি হয়ে যান। তার ভাষায়, ‘ছবিটা সম্পর্কে আগে থেকেই জানতাম। শাকিব খান আছেন—এই খবরেই রাজি হয়ে যাই। এমন সুযোগ হাতছাড়া করাটা মোটেও ঠিক হতো না। ছবিতে দুটি চমৎকার গান ও চমৎকার শিল্পীও ছিলেন।’
অন্যদিকে, তাসনিয়া ফারিণ এর আগে ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমায় অভিনয় করেন, যা দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কারও পেয়েছে। তবে সিনেমায় তার প্রথম অভিষেক হয়েছিল কলকাতায়, অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ ছবির মাধ্যমে। এ ছবির জন্য ফারিণ ভারতে পুরস্কার অর্জন করেন।
গত বছর ঈদে তিনি কাজল আরেফিন পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া’য় অভিনয় করেছিলেন, যেটিকে তিনি বাণিজ্যিক সিনেমায় আগমনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছেন।
এবার ‘ইনসাফ’ সিনেমায় পুলিশ কর্মকর্তা জাহান খানের চরিত্রে দেখা গেছে তাকে। অ্যাকশনধর্মী দৃশ্যে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জও ছিল। শুটিং চলাকালে একাধিকবার আহতও হন তিনি।
অভিজ্ঞতা সম্পর্কে ফারিণ বলেন, ‘অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য আলাদা করে মানসিক ও শারীরিক প্রস্তুতি নিতে হয়েছে। ক্যামেরার সামনে এই অভিজ্ঞতা একেবারেই আলাদা। সত্যি বলতে, বেশ কয়েকবার চোট পেয়েছি।’
তার মতে, ‘আমি সবসময় নিজেকে নতুন জায়গায় নিতে চাই। এখন আমার লক্ষ্য সিনেমা। “ইনসাফ” আমাকে সেই নতুন জায়গা তৈরি করে দিয়েছে।’
ঈদে মুক্তিপ্রাপ্ত এই দুই ছবি আর সাবিলা-ফারিণের পর্দার উজ্জ্বল উপস্থিতি দেখেই বলা যায়, দুই নায়িকারই ক্যারিয়ারে নতুন মোড় শুরু হলো। দর্শকপ্রিয়তা তাদের বৃহস্পতি এখন তুঙ্গে।