ঈদে আসছে বাঁধনের নতুন সিনেমা

আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত নতুন চলচ্চিত্র ‘এশা মার্ডার : কর্মফল’। দীর্ঘদিন ধরে সিনেমাটির মুক্তি নিয়ে নানা আলোচনা চলছিল, তবে এবার নিশ্চিত করলেন পরিচালক সানি সানোয়ার—এই ঈদেই বড় পর্দায় দেখা যাবে সিনেমাটি।

চলচ্চিত্রটিতে বাঁধনকে দেখা যাবে এক সাহসী পুলিশ কর্মকর্তার চরিত্রে। চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, “এই ভূমিকায় অভিনয়ের জন্য আমাকে বেশ প্রস্তুতি নিতে হয়েছে। অস্ত্র ব্যবহারের ট্রেনিংসহ নানা রকম চর্চা করেছি। সব ধরনের প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।”

সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। তিনি জানান, “ঈদে মুক্তির প্রস্তুতি চলছে পুরোদমে। সিনেমাটিতে রহস্য, অ্যাকশন ও গল্পের গভীরতা আছে। দর্শকরা হতাশ হবেন না বলে বিশ্বাস করি। নির্মাণ শৈলীতেও রয়েছে আলাদা আকর্ষণ।”

নারীকেন্দ্রিক গল্প নিয়েই কাজ করতে চান বাঁধন। তিনি বলেন, “আমি চাই সিনেমার কেন্দ্রবিন্দুতে একজন নারী থাকুক। গল্প এগিয়ে যাক একজন নারী চরিত্রকে ঘিরে। এমন কাজেই আমি আগ্রহী।”

আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’-এর মাধ্যমে আলোচনায় আসেন বাঁধন। এরপর বলিউডেও কাজ করেছেন তিনি। যদিও দেশীয় চলচ্চিত্রে তাকে নিয়মিত দেখা যায় না, তবে তিনি জানান, নিয়মিত সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন। উপযুক্ত গল্প পেলে আবারো দেখা যাবে তাকে নতুন রূপে।

‘এশা মার্ডার : কর্মফল’ হতে পারে তার সেই প্রত্যাবর্তনের নতুন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published.