কতটুকু ভাত খান জানালেন সালমান খান

নতুন মৌসুমের প্রথম পর্বেই বাজিমাত! নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হয়ে এসেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। কপিল শর্মা, অর্চনা পুরণ সিং, সুনীল গ্রোভার, নবজোৎ সিং সিধু, কৃষ্ণা অভিষেক আর কিকু শারদার সঙ্গে তার প্রাণখোলা আড্ডা ইতোমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে।

হাস্যরসের মোড়কে অনুষ্ঠানে উঠে এসেছে সালমানের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প। সম্প্রতি নবজোৎ সিং সিধুর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি বিশেষ ক্লিপে দেখা যায়, পারিবারিক অভ্যাস আর ফিটনেস নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘ভাইজান’।

সালমান জানান, তার বাবা, কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান এখনও নিয়ম করে হাঁটতে যান বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে। বয়স প্রায় ৯০ ছুঁইছুঁই, তবুও এই অভ্যাসে কোনও ফাঁকি নেই।

‘‘বাবা এখনো ভাবেন, আমি ঠিকমতো খাই না। অথচ তিনি সকাল-সন্ধ্যা তিনটে করে পরোটা, ভাত, মাংস আর মিষ্টি খেয়ে ফেলেন। তার মেটাবলিজম আর জীবনশৈলী একেবারেই আলাদা।’’—বললেন সালমান।

নিজের ডায়েট নিয়েও অকপট স্বীকারোক্তি দেন তিনি। সালমানের কথায়, ‘‘আমি সবই খাই, কিন্তু সীমার মধ্যে। যেমন ধরো—এক চামচ ভাত, খুব বেশি হলে দেড় চামচ। সঙ্গে সবজি আর একটু চিকেন, মাটন বা মাছ।’’

সাক্ষাৎকারে আরেকটি চমকপ্রদ তথ্যও ভাগ করে নেন অভিনেতা। জানান, ভারতে ‘জিম কালচার’ বা শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর পেছনে তারও বড় ভূমিকা ছিল।

ক্যামেরার সামনে যেমন, বাস্তব জীবনেও ঠিক ততটাই নিয়মানুবর্তী আর ফিটনেস সচেতন সালমান। ফলে দর্শকদের কাছে এই বিশেষ পর্ব শুধুই হাসির ডোজ নয়, বরং অনুপ্রেরণার গল্পও।

Leave a Reply

Your email address will not be published.