নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে এনে দিল বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব। উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বিচারকদের রায়ে ‘আলী’ পেয়েছে ‘স্পেশাল মেনশন’—যা দেশের চলচ্চিত্র ইতিহাসে এই প্রথম।
শনিবার (২৪ মে), ফ্রান্সের কানে অনুষ্ঠিত গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ‘স্বর্ণপাম’ জিতেছে ইসরায়েলের নির্মাতা তৌফিক বারহোমের ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’। বিচারক মণ্ডলীর প্রধান জার্মান পরিচালক মারেন আদে মঞ্চ থেকে ‘আলী’-কে স্পেশাল মেনশন দেওয়ার ঘোষণা দেন। সঙ্গে সঙ্গেই উপস্থিত দর্শকরা করতালিতে অভিবাদন জানান নির্মাতা আদনান আল রাজীবকে।
এই গর্বের মুহূর্ত নিয়ে এক ফেসবুক পোস্টে রাজীব লেখেন, “এটা বাংলাদেশের জন্য।”
পুরস্কার ঘোষণার পর অভিনয়শিল্পী ও নির্মাতারা শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন রাজীব ও ‘আলী’ টিমকে। রাজীবের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, “বাংলাদেশ প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেল! অভিনন্দন রাজীব ও ‘আলী’ টিমকে!”
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, “বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘আলী’। এই গৌরবের জন্য সবাইকে অভিনন্দন।”
নির্মাতা রেদোয়ান রনি লেখেন, “তোমরা আমাদের স্বপ্নকে পৌঁছে দিয়েছ বিশ্বমঞ্চে। গর্বে ভরিয়ে দিয়েছ হৃদয়।”
‘আলী’ প্রদর্শিত হয় গত শুক্রবার। ১৫ মিনিটের এই ছবিতে উপকূলীয় এলাকার এক কিশোরের গল্প তুলে ধরা হয়েছে, যার নাম আলী। নারীদের গান গাইতে না দেওয়ার সংস্কৃতি থাকা ওই এলাকায় আলী নিজের স্বপ্ন পূরণে একটি গানের প্রতিযোগিতায় অংশ নেয়—আশ্চর্যের বিষয়, সে নারীকণ্ঠেও গান গাইতে পারে।
শিল্পী আল আমিন আলী চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির দৃশ্যধারণ হয় ২০২৪ সালের নভেম্বরে, সিলেটে।
‘আলী’-এর নির্মাতা আদনান আল রাজীব প্রায় দুই দশক ধরে বিজ্ঞাপন ও নাটকে কাজ করছেন। চলচ্চিত্রটি নিয়ে তিনি বলেন, “ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে একটি অনিবার্য সত্য খোঁজার চেষ্টা করেছি। সবকিছু সহজ-সরল-সুন্দরভাবে উপস্থাপন করাই ছিল লক্ষ্য।”
সিনেমাটির প্রযোজক বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।
লাইন প্রোডাকশনের দায়িত্বে ছিল ‘রানআউট ফিল্মস’।
‘আলী’-এর এ অর্জন শুধু বাংলাদেশের চলচ্চিত্র জগত নয়, পুরো জাতির জন্য এক গর্বের অধ্যায় হয়ে থাকল।