কুরবানির ঈদে আসছে ফারিণের সিনেমা ‘ইনসাফ’

কুরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমা ‘ইনসাফ’। মুক্তির আগেই একে একে সিনেমাটির প্রধান চরিত্রগুলোর লুক প্রকাশ করছেন নির্মাতা। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে প্রধান নারী চরিত্রে অভিনয় করা তাসনিয়া ফারিণের নতুন পোস্টার।

রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টারে ভিন্নরূপে হাজির হয়েছেন ফারিণ। সেখানে তাকে এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল হাতে দেখা গেছে—যা একধরনের প্রতীকী দ্বন্দ্বের ইঙ্গিত দেয়।

সিনেমার পরিচালক সঞ্জয় সমদ্দার ফেসবুকে পোস্টারটি শেয়ার করে লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’—এই রহস্যময় ক্যাপশনটিও জল্পনা বাড়িয়েছে দর্শকদের মাঝে। একই পোস্টার নিজের অফিসিয়াল পেজে শেয়ার করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণও।

এর আগে ৪ মে সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশ করা হয়, যেখানে তাকে দেখা যায় এক ভয়ংকর চিকিৎসকের চরিত্রে। তারও আগে প্রকাশিত হয়েছিল শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার।

তিনটি পোস্টার মিলিয়ে স্পষ্ট হয়ে উঠছে—‘ইনসাফ’ হতে যাচ্ছে এক টানটান উত্তেজনাপূর্ণ অ্যাকশন থ্রিলার। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র। দর্শকমহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published.