প্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ছয় বছরের সংসার জীবনের পরিসমাপ্তির খবর দিয়েছেন। গতকাল (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগমিশ্রিত স্ট্যাটাসে তিনি নিজেই এই দুঃসংবাদ জানান।
কনা লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।’ তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শ্রোতারা সবাই নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন।
শোবিজ অঙ্গনের অনেকেই তার এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা আক্তারও নিজের সোশ্যাল মিডিয়ায় একটি অনুভূতিপূর্ণ স্ট্যাটাস দেন। সেখানে তিনি কারও নাম উল্লেখ না করলেও স্পষ্ট ছিল কনার প্রতি তার সহমর্মিতা।
সালমা লেখেন, ‘মানুষ মারা গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময়ে শিল্পীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকা খুব জরুরি। আমরা শিল্পী, আমাদের প্রত্যেকেরই কিছুটা দায়িত্ব আছে। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সবাই যার যার কষ্ট নিয়ে বেঁচে থাকে। চলুন, সবাই একসঙ্গে ভালো থাকার চেষ্টা করি।’
সালমার এই মানবিক বার্তাটি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের কাছ থেকে।
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কনা। কিন্তু ব্যক্তিগত নানা কারণে একসঙ্গে পথ চলা সম্ভব হয়নি তাদের।
২০০০ সালে সংগীত জগতে যাত্রা শুরু করা কনা শুধু প্লেব্যাকেই নয়, টিভি নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল, এমনকি রেডিও মাধ্যমেও নিজের গানের ছাপ রেখেছেন। তার মিষ্টি কণ্ঠের অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে বাজে।
সবশেষ তার গাওয়া গান ‘দুষ্টু কোকিল’, যা গেল রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’-এ ব্যবহার হয়েছে, শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
বর্তমানে এই নতুন বাস্তবতায় কনা যখন জীবনের এক কঠিন সময় পার করছেন, তখন সহশিল্পীদের এমন সহানুভূতি ও ইতিবাচক বার্তা হয়তো তাকে কিছুটা হলেও মানসিক শক্তি জোগাবে।