চলচ্চিত্র অনুদান কমিটি থেকে সরে দাড়ালেন মম

২০২৪-২৫ অর্থবছরের সরকারি চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। গত ২৫ মে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। তবে বিষয়টি সামনে আসে ১ জুলাই, যেদিন সরকার ৩২টি চলচ্চিত্রকে মোট ১৩ কোটি টাকার অনুদান প্রদানের ঘোষণা দেয়।

পদত্যাগ প্রসঙ্গে মম গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত ও পেশাগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “ক্ষমতার কাছে আমার কোনো চাওয়া নেই, আমি শুধু সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়ে উঠেনি। আমি মনে করি, এই জায়গায় অন্য কেউ এলে কমিটির জন্য ভালো হবে।”

শুধু মম নন, আরও দুই সদস্যও একই কমিটি থেকে পদত্যাগ করেছেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ।

তাদের এই পদত্যাগ চলচ্চিত্র অনুদান কমিটির স্বচ্ছতা, কার্যপদ্ধতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে।

Leave a Reply

Your email address will not be published.