জামিন পেলেন নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।

এর আগে, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থানকালে সংঘটিত এক ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা ছিল এবং সেই মামলায় আদালতের জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে আটক করা হয়।

পরদিন, ১৯ মে নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর দুপুর আড়াইটার দিকে পুলিশ প্রহরায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জামিন পাওয়ার ফলে শিগগিরই তিনি মুক্তি পাবেন বলে আইনজীবী জানান।

Leave a Reply

Your email address will not be published.