‘তাণ্ডব’ প্রদর্শনী বন্ধে নিন্দার ঝড়

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’ সারা দেশে প্রদর্শিত হচ্ছে। থিয়েটার সংকট থাকা অনেক এলাকায় অস্থায়ী স্ক্রিন বসিয়ে চলছে ছবিটির প্রদর্শনী। এমনই একটি আয়োজন হয়েছিল টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদ অডিটোরিয়ামে।

তবে ১০ জুন (মঙ্গলবার) হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় সেই প্রদর্শনী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

এক ফেসবুক পোস্টে জাজ লিখেছে, “আউলিয়াবাদে যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। এটি শুধু ‘তাণ্ডব’ নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্য একটি ভয়ংকর বার্তা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রীয় পর্যায়ে হস্তক্ষেপ প্রয়োজন। একজন প্রযোজক হিসেবে আমরা মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।”

তারা আরও লেখে, “আপনারা যদি চুপ থাকেন, তাহলে চলচ্চিত্র শিল্প রক্ষায় আমাদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। আজ সাইফুল ক্ষতিগ্রস্ত হয়েছেন, আগামীকাল ক্ষতি হতে পারে আমাদের সবার। এখনই সোচ্চার হওয়ার সময়।”

জানা যায়, ৬ জুন (শুক্রবার) বিকেলে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে সিনেমা প্রদর্শনের বিরোধিতায় বিক্ষোভ মিছিল হয়। যদিও শুরুতে প্রদর্শনী চালিয়ে যাওয়া হয়, কিন্তু পরে চাপের মুখে তা বন্ধ করতে বাধ্য হন আয়োজকেরা।

রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। এছাড়া ক্যামিও চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ ও আফরান নিশো।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত আছে দীপ্ত মিডিয়া। মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।

তবে এখন দেখার বিষয়, ধর্মীয় প্রতিক্রিয়া ও স্থানীয় চাপের মতো প্রতিবন্ধকতার মুখেও ‘তাণ্ডব’ কেমনভাবে এগিয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published.