mahiya mahi

দেশ ছাড়লেন নায়িকা মাহিয়া মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। হঠাৎ এই সফর ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক থেকে একাধিক গণমাধ্যমকে নিজেই যুক্তরাষ্ট্রে থাকার খবর নিশ্চিত করেছেন তিনি।

তবে এই সফরের সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য জানাননি মাহি। নিউইয়র্কে পৌঁছে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করে লেখেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” তার এই বার্তাই তৈরি করেছে নানান জিজ্ঞাসা।

যাত্রার বিষয়ে জানতে চাইলে মাহি বলেন, “ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। এবার সময় করে চলে এলাম।” তবে তিনি দেশ ছেড়ে স্থায়ীভাবে চলে যাচ্ছেন কি না—এমন প্রশ্নে মাহি জানান, “আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক আর আশপাশ ঘুরেই ফিরে যাব।” আর ‘বিদায়’ বার্তার বিষয়ে জানতে চাইলে কেবল হেসে বিষয়টি এড়িয়ে যান তিনি।

প্রসঙ্গত, ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে মাহি চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়েই দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন। তবে ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে বারবার।

২০১৬ সালে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। পাঁচ বছর পর সেই সংসার ভেঙে যায়। এরপর ২০২১ সালে তিনি গাজীপুরের রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন। এ সংসারে এক পুত্রসন্তান, ফারিশ, জন্ম নেয়। তবে আড়াই বছর পর সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়।

চলচ্চিত্রে ফেরার ইচ্ছে থাকলেও এখন পর্যন্ত নতুন কোনো সিনেমায় কাজ শুরু করেননি মাহি। সর্বশেষ তিনি দেখা গেছেন শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে, যেখানে অতিথি চরিত্রে শাকিবের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি।

মাহির হঠাৎ এই সফর ও ‘বিদায়’ বার্তায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল—আসলে কী চলছে তার জীবনে?

Leave a Reply

Your email address will not be published.