বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক এবং ছোট পর্দার অভিনেত্রী মারিয়া মিম আবারও নতুন জীবনের পথে পা রাখতে যাচ্ছেন।
সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম। তাদের সংসারে একমাত্র সন্তান আরশ হোসেনের জন্ম হয় ২০১৩ সালে। তবে ২০১৮ সালে বিনোদন জগতে কাজ করার আগ্রহ থেকেই শুরু হওয়া মতবিরোধ এক সময় গড়ায় বিচ্ছেদে, যা সম্পন্ন হয় ২০১৯ সালে।
বিচ্ছেদের ছয় বছর পর আবারও প্রেমে পড়েছেন এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি, যেখানে তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করলেও প্রেমিকের মুখ প্রকাশ করেননি।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মিম জানান, খুব শিগগিরই তারা বিয়ে করছেন। মিম বলেন, “আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না, তিনি একজন সাধারণ মানুষ। আমাদের বিয়ের পরিকল্পনা প্রায় চূড়ান্ত।”
সাবেক স্বামী সিদ্দিক সম্পর্কে সোজাসাপ্টা মতামত দিয়েছেন মিম। তিনি বলেন, “সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। এখন তিনি আমার জন্য একজন পরপুরুষ। দয়া করে তাকে আর জামাই হিসেবে পরিচয় দেবেন না।”
নতুন জীবনের শুরুতে মিমের এই সাহসী সিদ্ধান্ত ও স্পষ্ট বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।