বৃষ্টিভেজা রোমান্সে তাহসান-রোজা, ভালোবাসায় ভাসছে নতুন দাম্পত্য

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তার গানের জন্য যেমন প্রশংসিত, অভিনয়েও তেমনি সফল। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। বিশেষ করে রোজা আহমেদকে বিয়ের পর এই আগ্রহ যেন আরও বেড়েছে। তাহসান-রোজার প্রতিটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টই নজর কাড়ে নেটিজেনদের।

সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও ছবি শেয়ার করেন রোজা আহমেদ। সেখানে দেখা যায়, বৃষ্টিভেজা এক রোমান্টিক মুহূর্তে তাহসান রোজার কাঁধে হাত রেখে হাঁটছেন, আর মুখে গান গুনগুন করছেন। পাশে থাকা রোজাও উপভোগ করছেন সেই মুহূর্ত। তাদের চোখেমুখে ফুটে উঠছিল পরিপূর্ণ ভালোবাসা।

স্টোরিতে আরও দেখা যায়, ফুটপাত ধরে হাত ধরে হাঁটছেন তাহসান-রোজা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র গানের সুর। কাজের ব্যস্ততার মাঝেও একে অপরের সঙ্গে সময় কাটাতে ভুল করেন না এই তারকা দম্পতি।

সংগীতে যেমন সক্রিয় তাহসান, তেমনি ভ্লগিংয়ে ব্যস্ত রোজা আহমেদ। দুজনের এই সমন্বয়েই যেন জমে উঠেছে নতুন সংসার। প্রায়ই একসঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েন তারা। মাসখানেক আগেও যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতে কাটানো তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়।

প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও রোজা। বিয়ের পর তারা হানিমুনে গিয়েছিলেন মালদ্বীপে। বর্তমানে এই দম্পতির প্রেমময় সম্পর্ক নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published.