ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ নিয়ে সুখবর দিলেন নির্মাতা অমি

জনপ্রিয় কৌতুকধর্মী ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ অবশেষে পঞ্চম সিজন নিয়ে ফিরছে।

নির্মাতা কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছেন, আগামীকাল (১৪ মে) বিকেল ৫টায় প্রকাশিত হবে সিজন ৫-এর ফার্স্ট লুক। এই ঘোষণা তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন।

২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিকটি এখন পর্যন্ত চারটি সিজন সম্পন্ন করেছে। সর্বশেষ সিজন ৪-এর ১১৬তম পর্ব প্রচারিত হয় ২০২২ সালের ২৪ ডিসেম্বর। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর দর্শকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্মাতা নতুন সিজনের ঘোষণা দিলেন।

নাটকটির জনপ্রিয় চরিত্রগুলো—পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির এবং অন্তরা—দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। নতুন সিজনে এদের অনেককেই আবারও পর্দায় দেখা যেতে পারে।

নির্মাতা অমি জানিয়েছেন, সিজন ৫ এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে, তবে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তিনি আরও জানান, দর্শকদের ভালোবাসা ও আগ্রহের কারণেই নতুন সিজন নিয়ে ফিরছেন।

এখন পর্যন্ত নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা এবং আশুতোষ সুজন প্রমুখ।

দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ফার্স্ট লুক আগামীকাল প্রকাশিত হচ্ছে। নতুন সিজনে কী চমক অপেক্ষা করছে, তা জানতে চোখ রাখুন নির্মাতার ফেসবুক পেজে।

Leave a Reply

Your email address will not be published.