‘ভেবেছিলাম ও শুধু ভিডিও করছে, পরে বুঝলাম লাইভে চলে গেছে’

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং তার কথিত প্রেমিকা লায়লা। নিজেদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবার প্রকাশ্যে এসেছে, যা নিয়ে সরব হয়েছেন লায়লাও।

লায়লা অভিযোগ করে বলেন, “মামুন ফেসবুক লাইভে এসে আমার ব্যক্তিগত জীবন সবাইকে দেখিয়েছে। এটা খুবই অপমানজনক। শুরুতে আমি ভাবছিলাম ও শুধু ভিডিও করছে, পরে বুঝলাম লাইভে চলে গেছে।”

লায়লা আরও বলেন, “মামুন আমাকে ‘সুগার মাম্মি’ বলেছে, যা সম্পূর্ণ মিথ্যা। যদি আমি সত্যিই সুগার মাম্মি হতাম, তাহলে শুধু ওর সঙ্গেই কেন সম্পর্ক করতাম? আমি তো চাইলে আরও ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়াতে পারতাম।”

তাদের সম্পর্ক নিয়ে আরও গুরুতর অভিযোগ তোলেন এই কনটেন্ট ক্রিয়েটর। তার ভাষায়, “মামুনের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, এমনকি আমরা বিয়েও করেছি। ঝগড়া হতেই পারে, সেটা সেদিন হয়েছিল। কিন্তু মামুন যেভাবে দাবি করছে আমি নাকি ওর কাছে গিয়েছিলাম, সেটা একেবারেই মিথ্যা।”

লায়লা জানান, প্রায় চার বছর আগে তার একাকীত্ব ও দুর্বলতাকে কাজে লাগিয়ে মামুন এবং তার পরিবার তার জীবনে প্রবেশ করে। “আমি তখন বাবার কাছ থেকে পাওয়া একটি বড় ফ্ল্যাটের মালিক, দুই সন্তানের সিঙ্গেল মাদার। দুই স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছিল। মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। সেই সময় মামুন ও তার পরিবার নিজেদের অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমাকে ব্যবহার করে,”—এভাবেই অভিযোগ তোলেন তিনি।

প্রসঙ্গত, টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন এ জুটি। মামুন দোষারোপ করেন, দুই স্বামীর পাশাপাশি মামুনের সঙ্গে সম্পর্ক রেখেছেন লায়লা। সব সময় লায়লার কথামত তাকে চলতে হয়। অন্যদিকে লায়লা দাবি করছেন, মাদকাসক্ত হয়ে একাধিক নারীর সঙ্গে অন্তঃরঙ্গ অবস্থায় সময় কাটাতে পছন্দ করে মামুন। যে কারণে কোনো ভাবেই তাদের বনিবনা হচ্ছে না। এ অভিযোগ অবশ্য মেনে নিতে নারাজ জনপ্রিয় তরুণ টিকটকার প্রিন্স মামুন।

Leave a Reply

Your email address will not be published.