বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দাবি করা হয়—জনতার রোষানলে পড়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
ভিডিওতে দেখা যায়, রাস্তায় তাকে ঘিরে একদল লোক মারধর করছে। একইসাথে, একটি ছবি ভাইরাল হয় যেখানে মিশাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে ধারণা করেন, তিনি হয়তো গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে প্রকৃত ঘটনা ভিন্ন। মিশা সওদাগরকে মারধরের ভিডিওটি ভুয়া এবং বিভ্রান্তিকর। এটি এডিট করা হয়েছে এবং মিশার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে, ভাইরাল হওয়া হাসপাতালের ছবিটি সত্যি। তবে সেটি মারধরের ঘটনার সঙ্গে নয়, বরং পূর্বনির্ধারিত একটি চিকিৎসাজনিত কারণে তোলা।
জানা গেছে, দীর্ঘদিনের হাঁটুর সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মিশা সওদাগর। প্রায় ৯ বছর আগে ‘মিসড ক’ সিনেমার শুটিং চলাকালীন একটি দুর্ঘটনায় ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তার।
প্রাথমিক চিকিৎসায় সেরে উঠলেও সম্প্রতি আবার সেই পুরনো জায়গায় আঘাত পান তিনি। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং সে অনুযায়ী যুক্তরাষ্ট্রে যান।
বৃহস্পতিবার (১৫ মে), স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।
তিনি জানান, “মিশা ভাইয়ের অপারেশন সফলভাবে শেষ হয়েছে। এখন তিনি ভালো আছেন। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
ভক্তদের উদ্দেশে তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দেবেন না। সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়াবেন না।”
বর্তমানে সুস্থ আছেন মিশা সওদাগর। সবার দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে আবার ফিরবেন প্রিয় এই অভিনেতা।
প্রসঙ্গত, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন।
ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।