জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এখন ব্যস্ত সময় পার করছেন দেশের বাইরে।
যদিও অভিনয়ে তার উপস্থিতি এখন কিছুটা কম, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। বর্তমানে তিনি ছুটি কাটাচ্ছেন শ্রীলঙ্কার মিরিসার কোকোনাট হিলে—প্রকৃতির মুগ্ধকর পরিবেশে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোকোনাট হিলের কয়েকটি ছবি শেয়ার করেছেন ফারিয়া। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সোনালি আলোয় ভেসে যাচ্ছে তার মুখ, মুখে প্রশান্ত হাসি। কালো পোশাক ও কাঁধে ছোট ব্যাগে তার লুক ভক্তদের নজর কাড়ে।
ছবিগুলোর কমেন্ট বক্স ভরে উঠেছে ভক্তদের প্রশংসায়। কেউ লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রী, আপনি এখন নাটকে অভিনয় করেন না কেন?’—আবার কেউ লিখেছেন, ‘সুন্দর জায়গায় আরও সুন্দর একজন মানুষ।’
শুধু ছবি নয়, ক্যাপশনেও ফারিয়া মুগ্ধতা প্রকাশ করেছেন কোকোনাট হিলের প্রতি। লিখেছেন, ‘একটা স্বপ্নের জায়গা “কোকোনাট হিল, মিরিসা”—যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারিকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’
এই ভ্রমণকে নিজের স্বপ্ন পূরণের অংশ হিসেবে উল্লেখ করে তিনি আরও লেখেন,
‘আরেকটা স্বপ্ন পূরণ হলো। তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’
শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজের অবকাশযাপন উপভোগ করছেন শবনম ফারিয়া, আর তার শেয়ার করা মুহূর্তগুলোতে মুগ্ধ হচ্ছেন অনুরাগীরাও।