শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে চলছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং। সবকিছু চলছিল স্বাভাবিক ছন্দে। কিন্তু শুটিং সেটে হঠাৎই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

চিত্রনায়ক শাকিব খানের অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়া স্টান্টম্যান মনির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিচালক রায়হান রাফী জানান, “দুপুরের দিকে মনির একটি শট সম্পন্ন করে ইউনিটের অন্যান্য সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটাচ্ছিল। হঠাৎ করে তার শরীর খারাপ হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।”

তিনি আরও বলেন, “অল্প বয়সে এমন একটি মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় পরিবারের কাছে পৌঁছে দিয়েছি এবং পরিবারটির পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছি।”

শুটিং ইউনিটের সদস্যদের মতে, মনির সম্ভবত সকালেই মৃদু স্ট্রোক করেছিলেন, কিন্তু বিষয়টি কাউকে না জানিয়ে কাজে অংশ নেন। অসুস্থতার কোনো ইঙ্গিতও দেননি তিনি।

নারায়ণগঞ্জের বাসিন্দা মনির হোসেন গত কয়েক বছর ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি নিয়মিতভাবে সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে কাজ করতেন।

মনিরের এই আকস্মিক মৃত্যুতে ‘তাণ্ডব’-এর পুরো ইউনিট গভীর শোক প্রকাশ করেছে। চলচ্চিত্রাঙ্গন হারাল একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে।

 

Leave a Reply

Your email address will not be published.