শুটিংসেটে আহত হয়ে ঢাকা ফিরেছেন তটিনী

কোরবানি ঈদ উপলক্ষে নির্মিত একটি বিশেষ নাটকের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। শুটিং চলছিল চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি বাংলোতে, যার নাম ‘মন মঞ্জিলে’। রবিবার (১১ মে) সন্ধ্যায় সেখানে ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

অভিনেত্রী তটিনীর সহশিল্পী তৌসিফ মাহবুব সংবাদমাধ্যমকে জানান, শুটিং চলাকালীন সেটের একটি লাইট স্ট্যান্ড অসাবধানতাবশত তটিনীর মাথার ওপর পড়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই তটিনীকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ওই রাতেই হোটেলে ফেরেন। তবে শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শে পরদিন (১২ মে) সকালে ঢাকায় ফিরে যান তিনি।

তটিনী বলেন, “আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে এখনও পুরোপুরি সুস্থ নই, খুবই দুর্বল লাগছে। দু-একদিন হয়তো একটু কষ্ট হবে, তবে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ঈদের বিশেষ এই নাটকে তানজিম সাইয়ারা তটিনীর বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। দুর্ঘটনার কারণে নাটকের শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.