সিনেমা তাণ্ডব: শাকিব-সাবিলার লুক ফাঁস

আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে জোরকদমে এগিয়ে চলছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার কাজ।

গোপনে এই প্রজেক্ট শুরু করেছিলেন পরিচালক রায়হান রাফী, যেখানে কোনো লুক কিংবা দৃশ্য যেন ফাঁস না হয়, সেজন্য নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। তবে শেষ পর্যন্ত ফাঁস হয়েছে শাকিব খানের লুক ও সাবিলা নূরের সঙ্গে একটি ভিডিও, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সিনেমার প্রায় ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। রাজধানীর এফডিসিতে দৃশ্যধারণের পর বর্তমানে রাজশাহীর বিভিন্ন লোকেশনে চলছে শুটিং।

এদিকে, সিনেমাটি নিয়ে আরও একটি বড় চমকের তথ্য সামনে এসেছে—প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। জানা গেছে, তিনি এতে পুলিশের বিশেষ বাহিনী ‘সোয়াত’-এর প্রধানের ভূমিকায় অভিনয় করছেন।

রায়হান রাফী জানিয়েছেন, সিনেমার নির্মাণ এখনো চলছে এবং এই মুহূর্তে কিছু প্রকাশ করতে চান না তিনি। তবে ‘তুফান’-এর তুলনায় ‘তাণ্ডব’ তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সিনেমায় থাকছেন আন্তর্জাতিক ফাইট ডিরেক্টরসহ বিদেশি টেকনিশিয়ান, আর থাকছে আরও অনেক চমক।

সিনেমা জগতে দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও আফজাল হোসেনকে একসঙ্গে দেখতে পাবে দর্শক, এমন খবরে ভক্তদের মধ্যে ইতিমধ্যে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.