ঘুরতে গিয়ে বিপদে ‘থ্রি স্টুপিড’

তিন বন্ধুকে নিয়ে নাটক‘থ্রি স্টুপিড’। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয় করেছেন মীর সাব্বির, অহনা রহমান, তারিক স্বপন, মিলন, সানজিদা তন্ময়।

প্রচার হবে ঈদের দিন রাত ১১টায় দীপ্ত টিভিতে।

‘থ্রি স্টুপিড’র গল্পে দেখা যাবে-ঢাকা থেকে মিরু, উৎসব ও দিবস সিলেট শ্রীমঙ্গল ঘুরতে এসেছে। গাড়ি থেকে নেমে দেখে পুরুষের পাশাপাশি সুন্দরী মেয়ে অটো ড্রাইভারও আছে। মেয়েটির টেক্সিতেই রওয়ানা হয় তাদের বুকিং দেওয়া রিসোর্টের উদ্দেশ্যে। কথা বলে বুঝতে পারলো তার নাম জয়িতা। জয়িতাতে মুগ্ধ তিনজনই। তিনজনই জয়িতাকে পটাতে প্রতিযোগীতা শুরু করে, এদের কান্ড দেখে জয়িতা মজা পায়। মাঝ পথে গিয়ে জয়িতা বলে গাড়ি চালু হচ্ছেনা, নামতে হবে। তিনজন নামতেই জয়িতা গাড়ি নিয়ে কেটে পড়ে। গাড়িতে রয়ে যায় তাদের লাগেজ। গালে হাত দিয়ে তিনজন নির্বাক হয়ে বসে থাকে।

যাই হোক, তাদের মানিব্যাগে কিছু টাকা ছিলো, ঐ টাকায় তিনজন যায় এক উপজাতী রেষ্টুরেন্টে লাঞ্চ করতে। বাইন মাছের চচ্চরি ভেবে খুব মজা করে খাচ্ছে। ঐ রেষ্টুরেন্টে লাঞ্চ করতে আসে এক রহস্যময়ী তরুনী সোনিয়া। ব্যস, নাটকীয়তা শুরু হয় এখান থেকেই।

Leave a Reply

Your email address will not be published.