toya tousif safa

টয়া, তৌসিফ, সাফা’র ‘উহ্ লা লা’

নিজ নিজ প্রয়োজনেই এই শহরে প্রতিদিনই ছুটে চলছে অসংখ্য মানুষ। একে অন্যের কাছাকাছি পাশাপাশিই চলছে প্রতিনিয়ত, কিন্তু বোঝার উপায় থাকে না যে, কার চরিত্র কেমন। শহরের কিছু মানুষ প্রতিনিয়ত ঠকে, আর কিছু মানুষ প্রতিনিয়ত ঠকায়। যারা মানুষ কে ঠকায় তাদের ডান-বাম খেলায় বোকা বনে যায় সাধারন মানুষ।safa tousif

রিরংসাবৃত্তি চরিতার্থ করার শঠ-কৌশলে মানুষকে বোকা বানিয়ে নিজের স্বার্থ আদায় করতে ব্যস্ত থাকে ঠকবাজ মানুষগুলো। কিন্তু এমনি করেই কী চলে, তার সারা জীবন ? এর শেষ পরিনতিই বা কি ? এমনই গল্পে নির্মিত হলো নাটক ‘উহ্ লা লা’।

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার মুমতাহিনা টয়া, তৌসিফ মাহবুব , সাফা কবির সহ আরও অনেকে। প্রথমবারের মতো দর্শক টয়া এবং সাফা কবির কে ব্যাতিক্রমী দুটি চরিত্রে দেখতে পারেন এই নাটকে।

ব্রেভার এনার্জী ড্রিংস নিবেদিত নাটক ‘উহ্ লা লা’ প্রযোজনা করেছে ‘ধ্রুব এন্টারটেইনমেন্ট’। আগামী ২৯ নভেম্বর , বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেল ‘ধ্রুবটিভি’ তে প্রকাশ করবে নাটক ‘উহ্ লা লা’।

Leave a Reply

Your email address will not be published.