তাড়াহুড়ো করে মুক্তি ‘তুই শুধু আমার’

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর পরিচালক দেরি করলেন না, মুক্তি দিয়ে দিলেন। জাতীয় নির্বাচনের এ উত্তাপের সময়ে শুক্রবার মাত্র ১৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘তুই শুধু আমার’। পরিচালক অনন্য মামুন খবরটি নিশ্চিত করেছেন।

‘তুই শুধু আমার’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, সোহম ও ওম। আরও আছেন  সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, রেবেকা, আমান রেজা প্রমুখ।

মামুন বলেন, ‘ কয়েকদিন আগে আমরা ছবিটির সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। সামনে নির্বাচন, তাই দ্রুত ছবিটি মুক্তি দিলাম। ছবিটি গত অক্টোবরে কলকাতায় মুক্তি দেওয়া হয়। সেখানে ব্যবসায়িকভাবে সফলতা পাওয়া এই ছবিটি বাংলাদেশেও দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে সেন্সর পেতে একটু দেরি হয়েছে। আমার মনে হয়, আমরা যদি ছবিটি দুই দেশে একসঙ্গে মুক্তি দিতে পারতাম, তা হলে আরো বেশি সাড়া ফেলত।’

সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ। অনন্য মামুনের সাথে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জী।

‘তুই শুধু আমার’ প্রথমে যৌথ প্রযোজনার সিনেমা হিসেবে অনুমোদনের জন্য আবেদন করলেও তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে এটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.