‘দরদ’ নিয়ে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে, দাবি পরিচালকের

১৫ নভেম্বর দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া ছবির অন্য চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব, পায়েল সরকার প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে এখনো প্রদর্শিত হচ্ছে ‘দরদ’। এর মধ্যে জানা যায়, ছবিটি পাকিস্তানেও মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে ৩ ডিসেম্বর শোনা যায়, আপাতত সিনেমাটি পাকিস্তানে মুক্তি পাচ্ছে না।

কারণ হিসেবে জানা গেছে, পাকিস্তানি একটি পরিবেশক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা ছবিটির প্রিভিউ কপি দেখার পর দেশটিতে ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

তবে আশা ছাড়ছেন না পরিচালক অনন্য মামুন। তিনি জানান, অন্য পরিবেশকের মাধ্যমে শিগগির ছবিটি সেই দেশে মুক্তি পাবে।

পুরো বিষয়টি নিয়ে গণমাধ্যমকে অনন্য মামুন বলেন, ‘আমার পরিচিত একজন “দরদ” ছবিটির প্রিভিউ কপি নিয়ে পাকিস্তানি একটি পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আমার কাছের একজন বলে তাকে আমি সেই প্রিভিউ কপি দিই। বলি, চেষ্টা করে দেখেন। এরপর পাকিস্তানের পরিবেশক প্রতিষ্ঠান ছবিটি আদৌ দেখেছে কি না, তা আমি কিন্তু জানি না।’

এসময় ক্ষোভের সুরে অনন্য মামুন বলেন, ‘আজব এক চলচ্চিত্রশিল্পে আছি, যেখানে পরিবেশক প্রতিষ্ঠান আর প্রিভিউ কমিটিকে একসঙ্গে মিলিয়ে ফেলে! পাকিস্তানি একজন পরিবেশক তার এজেন্টকে বললেন, “আমরা সিনেমাটি এত টাকা দিয়ে কিনে রিলিজ করতে পারব না।” অথচ খবর প্রকাশ হলো, পাকিস্তানের প্রিভিউ কমিটি “দরদ” বাতিল করেছে! এতটুকু জ্ঞান তো থাকতে হবে, পরিবেশকের সঙ্গে ব্যবসায়িক চুক্তি না হওয়ার মানে এই নয় যে সেই দেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। সবাইকে বলতে চাই, অন্য পরিবেশকের মাধ্যমে পাকিস্তানে মুক্তি পাচ্ছে “দরদ”।’

Leave a Reply

Your email address will not be published.