প্রথম তিন দিনে ‘সাপলুডু’র আয় ৭০ লাখ

টানা বৃষ্টি, অনেক জায়গায় হাঁটু পানি। এর মধ্যেও দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুল পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ২৭ সেপ্টেম্বর। চলচ্চিত্র পরিবেশনা কেন্দ্র ‘কাকরাইলপাড়া’র খবর হচ্ছে প্রকৃতির বাঁধার মধ্যে ‘সাপলুডু’ সুপারহিটের পথে।
হল মালিক ও পরিবেশকদের নানা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মুক্তির পর প্রথম তিনদিন অর্থাৎ শুক্র, শনি, রবিবারে সিনেমাটি আয় করেছে ৭০ লাখ টাকার মত। সপ্তাহ শেষে এই আয় কোটি টাকা ছাড়াবে বলে ধারণা পরিবেশকদের।
এ প্রসঙ্গে ‘সাপলুডু’র পরিচালক গোলাম সোহরাব দুদুল বলেন, ‘কত টাকা আয় হয়েছে এ সম্পর্কে আমি সরাসরি কোন কিছু বলতে চাই না। তবে দেশের অধিকাংশ হলে ছবিটি ভালো চলছে। চলচ্চিত্রের এ মন্দার বাজারে দর্শকরা আমাদের ছবিটি গ্রহণ করেছেন, দেখছেন। এর জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
প্রথম সপ্তাহে সিনেমাটি ৪২টি হলে মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে এ সংখ্যা আরও বাড়বে বলে পরিচালক জানালেন।
‘সাপলুডু’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

Leave a Reply

Your email address will not be published.