বাংলা সিনে অ্যাওয়ার্ড, আমেরিকা মাতাবেন ঢালিউড তারকারা

হতে যাচ্ছে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৮’। বাংলাদেশ ও দেশীয় চলচ্চিকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে তুলতে আগামী ১৩ ই জুলাই আমেরিকার জ্যামাইকাতে অবস্থিত ইয়র্ক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এটি। দ্বিতীয়বারের মত আয়োজন এটি। 

বাংলাদেশের বিএনএস লজিষ্টিকস্ এবং আমেরিকার ব্যাকডিস ইনকরপোরেশন, নিউইয়র্ক যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। আয়োজনটিতে বাংলাদেশের জনপ্রিয় সব তারকারা উপস্থিত থাকবেন। উল্লেখযোগ্য তারকাদের মধ্যে থাকবেন সুপারস্টার শাকিব খান, মাহিয়া মাহি, বুবলী, বাপ্পি চৌধুরী, নিরব, সায়মন সাদিক, ইমন, মনোয়ার হোসেন ডিপজল,  মৌসুমী হামিদ, নবাগতা রাজ রিপা, তমা মির্জা, দেবাশীস বিশ্বাস, শান্তা জাহান, হৃদি শেখ, লুইপা প্রমুখ।

অনুষ্ঠানে সর্বমোট ২২ টি ক্যাটাগরিতে ২০১৭-১৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র গুলোকে পুরস্কৃত করা হবে। 

গত ৭ এপ্রিল ধানমন্ডির ’পাপরিকা রেস্টুরেন্ট’র এক অনারম্বর নৈশভোজে বিচারক মন্ডলীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। জুরি বোর্ডে রয়েছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাফিউদ্দীন শাফি, কবির বকুল। 

  • মনোয়ার হোসেন ডিপজল
  • মাহিয়া মাহি
  • শবনম বুবলি
  • বাপ্পী চৌধুরী
  • শাকিব খান
  • সাইমন
  • মৌসুমি হামিদ
  • দেবাশীষ বিশ্বাস
  • লুইপা
  • নিরব

এই আয়োজন বিষয়ে বিএনএস লজিস্টিকস্ এর চেয়ারম্যান আসগর হোসেন খান বাবু বলেন, “আমরা সর্বদা বাংলাদেশ ও বাংলাদেশী চলচ্চিত্র গুলোকে বিশ্বদরবারে তুলে ধরতে চাই। আমাদের শত সীমাবদ্ধতার মাঝেও আমেরিকার মত জায়গায় সম্পূর্ন উন্মুক্ত একটি মাঠে প্রায় পনেরো হাজার প্রবাসী বাংলাদেশী এবং দেশী-বিদেশী সাংবাদিকদের উপস্থিতিতে একটি সাংস্কৃতিক সন্ধ্যা এর আয়োজন করেছি। যেখানে বাংলাদেশী শিল্পীরা পারফর্ম করবে। আমরা চাই, বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি ‘বাংলা সিনে এ্যাওয়ার্ড’র মত একটি অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক; জয় হোক বাংলা চলচ্চিত্রের।”এ

দিকে আয়োজক সূত্রে জানা গেছে, শীঘ্রই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন এটিএন বাংলা এবং সিটিএফএম।

Leave a Reply

Your email address will not be published.