যে ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে “অপারেশন সুন্দরবন”

সুন্দরবনকে দস্যুমক্ত করার দুঃসাহসিক অভিযানের ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

আর এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে । সিনেমাটি দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখা সহ ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, সৈনিক ক্লাব, গীত সিনেমা, বি.ডি.আর (পিলখানা), কেরানীগঞ্জ লায়ন সিনেমাস, সাভার চন্দ্রিমা সিনেমা, সেনা অডিটোরিয়াম (নবীনগর)। এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জ সিনে স্কোপ, সিলেট গ্র্যান্ড সিনেপ্লেক্স, চট্টগ্রাম সিলভার স্ক্রীন, সিনেমা প্যালেস, সুগন্ধা সিনেমা, সিরাজগঞ্জ রুটস সিনেক্লাব, বগুড়া মধুবন সিনেপ্লেক্স, কাঁচপুর চাঁদমহল সিনেমা, নারায়ণগঞ্জ নিউমেট্রো সিনেমা, জয়দেবপুর বর্ষা সিনেমা, শেরপুর সত্যবতী, খুলনা শঙ্খ, লিবার্টি, ময়মনসিংহ ছায়াবাণী, রংপুর শাপলা, বরিশাল অভিরুচি, যশোর মণিহার ও কিশোরগঞ্জের আনন্দ হলে দেখা যাবে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published.