শাহাদাত রাসএলের ‘অ্যাম্বাসাডর অফ পিস’ লাভ

‘শান্তির জন্য চলচ্চিত্র’ শ্লোগান নিয়ে ২২ ও ২৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘পিস ফিল্ম ফেস্টিভ্যাল’। ‘ফিল্ম ফর পিস ফাউন্ডেশন’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত দুদিনব্যাপি এ উৎসবের উদ্বোধন করেন তথ্য মন্ত্রী হাসান মাহমুদ।

উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘অ্যাম্বাসাডর অফ পিস’ অর্জন করেছে শাহাদাত রাসএলের স্বল্পদৈর্ঘ্য ‘কালার অফ চাইল্ডহুড’।

শাহাদাত রাসএল বলেন ‘প্রতিটি সম্মাননাই আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। এটি আন্তর্জাতিক এওয়ার্ড অর্জন করেছে। তবে এ সম্মাননাটা একটু বিশেষভাবে আলোড়িত করেছে কেননা এটি দেয়া হয়েছে মানুষের সংঘাতহীন এক শান্তির বার্তা পৌঁছে দিতে।’

‘কালার অফ চাইল্ডহুড-এর আগে আমেরিকার আটলান্টাতে অনুষ্ঠিত হওয়া ‘১৭তম আর্বান মিডিয়ামেকার ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ভারতের পুনেতে অনুষ্ঠিত হওয়া ‘৩য় পুনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ এ সেরা ফিল্মের এওয়ার্ড অর্জনের আরো বেশকিছু এওয়ার্ড অর্জন করে।

২৮ জুলাই কানাডার টরেন্টোতে ‘৩য় মাল্টি কালচার ফিল্ম ফেস্টিভ্যাল’ এ প্রদর্শিত হবে এ স্বল্পদৈর্ঘ্যটি।

Leave a Reply

Your email address will not be published.