সাধারণ মানুষকে নিজ হাতে খাবার বেড়ে দিলেন আফরান নিশো

ছোটপর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশো। তিনি রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’-এর শুটিংয়ে বর্তমানে চট্টগ্রামে রয়েছেন। এটি তার প্রথম সিনেমা। আর ছবিটির শুটিংয়ের এক ফাঁকে তিনি অংশ নিলেন এক মানবিক কাজে। সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন নিজ হাতে।

দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগে প্রায় ১২শ অসহায় ও ছিন্নমূল মানুষকে ইফতার করানোর আয়োজন করা হয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে এ আয়োজনটি করছে। শুটিং সেট থেকে শনিবার (১ এপ্রিল) বিকালে চট্টগ্রামের আয়োজনে হাজির হন নিশো।

এ কাজে অংশ নেওয়া নিয়ে নিশো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই সাধারণ একজন। নিজেকে অসাধারণ মানুষ মনে করি না। আমরা কখনোই চাই না বৈষম্য বাড়াতে। আমাদের ধর্ম বলুন কিংবা সামাজিকভাবেও বলা হয় যে, সবাই মিলেমিশে থাকি। সুতরাং এত বিভাজন আমি নিজেও পছন্দ করি না।’

কাজটি করে আফরান নিশো মনে প্রশান্তি পেয়েছেন বলেও জানিয়েছেন। ‘আজকে অনেক সাধারণ মানুষের মাঝে এসে ভালো লাগছে। এই উদ্যোগটা আসলেই ভালো। আর বিদ্যানন্দ এমন একটা প্রতিষ্ঠান, যেখানে আসতে কোনও আবেদন করতে হয় না। সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষের সব কিছু হয়ে যাচ্ছে। এটা চমৎকার উদ্যোগ। আর অনেক দিন পর আমি অনেকগুলো প্লেটে খাবার বেড়ে দিচ্ছি। এটাও অনেক সুন্দর অভিজ্ঞতা। দিনশেষে নিজেকে অনেক সাধারণ মনে হচ্ছে। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, বাড়তি পাওয়া আছে।’

Leave a Reply

Your email address will not be published.