অস্বাভাবিক আয়ের অভিযোগ অমিতাভের দেহরক্ষীর বিরুদ্ধে

২০১৫ থেকে বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সঙ্গে দেহরক্ষী হিসেবে আছেন জিতেন্দ্র সিন্ধে। তিনি মুম্বাই পুলিশের কনস্টেবলদের প্রধান। একজন কনস্টেবলের মাসিক বেতন আর কতই বা হবে। বছর শেষে হয়তো কয়েক লাখ! কিন্তু আপনার চোখ কপালে উঠবে যদি শুনেন জিতেন্দ্রের বাৎসরিক আয় দেড় কোটি টাকা।

অবাক হলেও এ কথা সত্য। আর এ বিশাল অংকের আয় নিয়ে পুরো পুলিশ বিভাগে চলছে তুলকালাম। মুম্বাই পুলিশ থেকে এর তদন্ত শুরু হয়েছে। জিতেন্দ্রকে তারা এ নিয়ে জিজ্ঞাবাদ করছে। খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে অমিতাভ বচ্চনের কোনোভাবে জড়িত কিনা।

তবে জিজ্ঞাসাবাদে জিতেন্দ্র জানিয়েছেন, তার এ আয়ের পিছনে আমিতাভ বচ্চনের নাম আসা অমূলক। মূলত একটি নিরাপত্তা এজেন্সী চালান তিনি। যারা বিখ্যাত ব্যক্তিদের জন্য নিরপত্তারক্ষী সরবারহ করে। প্রতিষ্ঠানটি তার স্ত্রীর নামে।

অভিযোগ দায়ের করার পর জিতেন্দ্র সিন্ধেকে দক্ষিণ মুম্বাইয়ের ডি বি মার্গ পুলিশ স্টেশনে বদলি করা হয়েছে। যেখানে কোনো পুলিশ সদস্য পাঁচ বছরের বেশি এক জায়গায় থাকতে পারে না, সেখানে জিতেন্দ্র কীভাবে এতদিন অমিতাভের সঙ্গে থাকলে তা নিয়েও তদন্ত হবে বলে জানা গেছে।