আড়ালে যাইনি, ঈদের পর ফিরছিঃ আঁচল

‘কিস্তিমাত’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামী’সহ বেশকিছু ব্যবসাসফল সিনেমার নায়িকা আঁচল। শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পী— এ সময়ের সকল প্রধান নায়কের সাথে তার কাজ হয়েছে। সবই ঠিকঠাক চলছিল। ২০১৬ সালের রোজার ঈদে ‘রানা পাগলা দ্য মেন্টাল’ মুক্তির পর থেকে হুট করে হাতে নতুন সিনেমা আসা বন্ধ হয়ে যায়। নিজের মধ্যে একধরনের জেদ চেপে বসে, গুটিয়ে নেন এ জগত থেকে।

প্রায় আড়াই বছর পর নিজের অভিমান ভেঙ্গেছেন আঁচল। ঈদের পর থেকে নিয়মিত আবার লাইট-ক্যামেরার সামনে দেখা যাবে তাকে। শুক্রবার এক আলাপচারিতায় তারকা সংবাদ’কে এ ইচ্ছার কথা জানান। একই সাথে মাঝের সময়টায় তাকে নিয়ে সৃষ্ট বিতর্কের জবাব দিয়েছেন।

‘কিস্তিমাত’-এর ‘শুধু একবার বলো’ গানের দৃশ্যে আরিফিন শুভ ও আঁচল। ছবিঃ গুগল

‘সবাই বলে আমি নাকি আড়ালে চলে গেছি। কিন্তু ইন্ডাস্ট্রির কেউ কি বলতে পারবে আমি তাদের ফোন ধরি নাই? কথা বলি নাই? আপনারা কোন সাংবাদিকও কি বলতে পারবেন?’ আলাপচারিতার শুরুতে বেশ ক্ষুব্ধ স্বরে ‘নিজেকে আড়ালে রেখেছেন আঁচল’ এমন কথার জবাব দিলেন তিনি।

তিনি প্রশ্ন রাখেন, ‘এখন কি ভালো সিনেমা হচ্ছে? আমার হাতে না হয় সিনেমা নাই। অন্য কার হাতে সিনেমা আছে?’

এর আগে ‘ফিল্ম পলিটিক্স’র কথা বলেছিলেন এভাবে ‘কর্মহীন’ হয়ে যাবার ব্যাপারে। কিন্তু আঁচল এখন বলেন, ‘না আমার সাথে কোন পলিটিক্স হয়নি। তাছাড়া আমি তো কোন স্টেজ শো করি না। জীবনে শিখেছিই তো একটা কাজ—সিনেমায় অভিনয়। সেটায় কেউ না নিলে তো এরকম মনে হবে।’

‘সুলতানা বিবিয়ানা’র দৃশ্যে আঁচল ও বাপ্পী

এভাবে ‘ডুব’ দেওয়া নাকি নায়ক বাপ্পীর পরামর্শে। তিনি নাকি তাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন? ‘এ ধরনের কথা আপনারা কই পান? ইন্ডাস্ট্রির লোকজন শুনলে তো হাসবে।’

ইন্ডাস্ট্রির লোকই তো বলে। শাহরিয়ার নাজিম জয় ও পূর্ণিমা তাদের টিভি শোতে কিন্তু বাপ্পীকে এ ব্যাপারে প্রশ্ন করেছেন।

জবাবে বিষয়টিকে হেসে উড়িয়ে দেন আঁচল। ‘ওর সাথে আমার ভালো কিছু সিনেমা হয়েছে। এর প্রেক্ষিতে একটা ভালো বন্ধুত্ব হয়েছে আমাদের। ওর আর আমার ধর্ম আলাদা— বিয়ে তো দুই পরিবার কখনই মেনে নিবেনা না। তাছাড়া আমি এমন মেয়ে না যে বিয়ে করে লুকিয়ে রাখবো।’

ক্যারিয়ারের স্বার্থে তো অনেকে করে এমন, অতীতে বহু উদাহরণ আছে। তিনি বলেন, ‘আমার বাসা ইন্ডাস্ট্রির সবাই চিনে। বিয়ে হলে ও (বাপ্পী) আমার এখানে আসতো না? কিংবা আমরা বাইরে দেখা করতাম না? সেটা কি কারো-ই নজরে পরতো না?’

অংশ নিয়েছেন ‘ডিপজলকন্যা’ ওলিজা মনোয়ারের বিয়ের অনুষ্ঠানে। ছবিঃ ফেসবুক

‘হৃদয় দোলানো প্রেম’, ‘বোঝে না সে বোঝে না’ এবং ‘এপার ওপার’—  পরপর তিন-চারটি সিনেমা ফ্লপ হওয়ার কারণে নাকি অনেক  পরিচালক-প্রযোজক আপনার থেকে মুখ ফিরিয়ে নেন? আঁচল বলেন, “এ গুলোর পরে তো ‘মেন্টাল’, ‘সুলতানা বিবিয়ানা’ মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো তো ফ্লপ যায়নি। তাহলে কেন আমার সাথে এমন হলো।”

গত আড়াই বছরে শুধু তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ ও মনতাজুর রহমান আকবরের ‘এক কোটি টাকা’য় অভিনয় করেছেন। সিনেমাগুলো নিয়ে তিনি বলেন, “দাগ’র শুটিং তো বহু আগে শেষ হয়েছে। শুনেছি এ ঈদে নাকি মুক্তি দিবে। কিন্তু আমি আসলে নিশ্চিত কিছু বলতে পারছি না। অন্যদিকে ডিপজল সাহেব অসুস্থ থাকায় ‘এক কোটি টাকা’র শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। এখন শুনছি কিছুদিনের মধ্যে আবার শুটিং শুরু হবে।”

শরীরের ওজন বেড়ে গিয়েছিল তার। বর্তমানে সেটা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন। ফেসবুকেও নিয়মিত দেখা যাচ্ছে। ডিপজলের মেয়ে ওলিজার বিয়েতে অংশ নিয়েছেন। কিছুদিন আগে শিল্পী সমিতি থেকে ঘুরে এসেছেন।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সমিতিতে গেলে আঁচলকে ব্যাজ পরিয়ে দেন। ছবিঃ ফেসবুক

‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। আমি আম্মুর আইডি থেকে ঢুকতাম। মাসখানেক আগে আইডি ফেরত পেয়েছি একজনের সহায়তায়। তাই সবাই আমাকে আবার অনলাইনে পাচ্ছে।’

তার মানে নিজেকে আবার আলো-ছায়ার জগতে ফেরত আনতে চান? ‘হ্যাঁ ওরকমই ইচ্ছে। কথা চলছে অনেকের সাথে। চূড়ান্ত হোক, ঈদের পর সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবো’— বললেন আঁচল।

আঁচল যদি সত্যি আবার ফেরেন তাহলে ঢালিউড ইন্ডাস্ট্রির ‘নায়িকা সংকট’ কিছুটা কমবে— এমনটা প্রত্যাশা এ অঙ্গনের মানুষের।