ঋষিজ পদক পেলেন ৩ গুণী

দেশি সংস্কৃতির বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ঋষিজ শিল্পীগোষ্ঠী। এ ছাড়া জাতীয় পর্যায়ে সংস্কৃতিতে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের ‘ঋষিজ পদক’ দিয়ে আসছে সংগঠনটি।

১৯৭৬ সালের ২২ নভেম্বর ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’—চারণ কবি মুকুন্দ দাসের অভয়বাণীকে কণ্ঠে ধারণ করে যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ। ২৪ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠারবার্ষিকীর অনুষ্ঠানে তিন গুণীকে সম্মান জানিয়েছে সংগঠনটি।

এবারের ঋষিজ সম্মাননা পাওয়া ৩ গুণী হলেন- সংগীত ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিমির নন্দী, অভিনয়ের জন্য অভিনেত্রী ডলি জহুর এবং শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য সৌমিত্র শেখর।

আজকের অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা আসাদুজ্জামান নূর ও নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সুরাইয়া আলমগীর।

গানের সুরে, কবিতার ছন্দে ও নৃত্যের নান্দনিকতায় সাজানো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত প্রয়াত বরেণ্য কবি আসাদ চৌধুরী, প্রয়াত শিল্পী ফকির আলমগীর ও প্রয়াত শিল্পী বুলবুল মহলানবীসকে।

Leave a Reply

Your email address will not be published.