এফডিসিকে মৃতপ্রায় ঘোষণা করলেন বাপ্পারাজ

দুইবছর পর এফডিসিতে পা রাখলেন চিত্রনায়ক বাপ্পারাজ । দীর্ঘদিন বাদে এফডিসিতে আসায় স্মৃতিচারণ করলেন বিভিন্ন কাজ নিয়ে । সেই সাথে বর্তমান এফডিসির অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পারাজ ।

বর্তমান চলচ্চিত্র নিয়ে জিজ্ঞেস করা হলে বাপ্পারাজ জানান, ‘এখনকার চলচ্চিত্র নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমার মনে হয় এফডিসির চলচ্চিত্র আর কখনো ঘুরে দাঁড়াবে না। যদি বিশ্বাস না হয় এই কথা আমি লিখে দিতে পারি। এফডিসিতে চলচ্চিত্র নির্মাণের মতো কেউ আর নেই। অন্য মিডিয়া থেকে এখন সিনেমা হবে। এফডিসি থেকে দর্শক দেখবে এমন সিনেমা নির্মাণের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সিনেপ্লেক্সকেন্দ্রিক কিছু সিনেমা হয়তো নির্মিত হবে। সিনেমা নিয়ে যা বিশ্বাস, যা ভাবনা সেটা বললাম। ২০১৭ সালেই আমি সব বলে দিয়েছি। আমাদের চলচ্চিত্রের দিন শেষ হয়ে গেছে। এখানে গুণীদের সম্মান দেওয়া হয় না। এইবার শিল্পী সমিতির নির্বাচনে কী হলো? গুণী পরিচালক, প্রযোজকসহ অনেকেই ঢুকতে পারেনি। সেইদিন কেন তারা বললেন না শিল্পী সমিতির নির্বাচন দরকার নেই। সবাই ফিরে যাও। সম্মানের চেয়ে কি শিল্পী সমিতির নির্বাচন বড়। সেইদিন আমাকে গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। বলেছিলাম, গাড়ি নিয়েই তবে ঢুকবো। আমাকে তারা আটকাতে পারেনি। এটা আমাদের জায়গা। আমাদের কেন অনুমতি নিয়ে ঢুকতে হবে?’

খ্যাতিমান পরিচালক আজিজুর রহমানের জানাজায় অংশ নিতে এসে এসব কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি ।

 

Leave a Reply

Your email address will not be published.