এবার ফাঁস নোবেলের ফাইনাল পারফর্মেন্স

কলকাতার টেলিভিশন চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে বেশ আলোচিত বাংলাদেশের শিল্পী নোবেল। জয় করে নিয়েছেন দুই দেশের দর্শকদের হৃদয়। ইতোমধ্যে অনুষ্ঠানটির ফাইনাল রাউন্ডের শুটিং হয়েছে। পর্বটি এখনো প্রচারিত না হলেও গুজব রয়েছে নোবেল তৃতীয় হয়েছেন।

অবশ্য একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এর সত্যতা অস্বীকার করেন। এর রেশ না কাটতে কাটতে শুরু হয়েছে নতুন বিতর্ক।

ফাঁস হওয়া পরিবেশনার ছবি

ইউটিউবে ফাঁস হয়েছে ‘সা রে গা মা পা’র ফাইনাল পর্বে নোবেলের পরিবেশনা। তার পারফরমেন্সের অংশটুকু এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিতে দেখা যাচ্ছে- ‘গ্র্যান্ড ফিনালে’ লেখা মঞ্চে গান গাইছেন নোবেল। তিনি গাইছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের গাওয়া ‘আমার সোনার বাংলা’ গানটি।

অভিযোগ উঠেছে নোবেল নিজেও নাকি তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছিলেন। যদিও অল্প সময় পরেই তিনি সেটি সরিয়ে নেন। কেন, কিভাবে ভিডিওটি প্রকাশ পেলো তা জানা যায়নি। আদৌ ভিডিওটি সা রে গা মা পা’র ফাইনালের কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি কোনও তরফে। এ বিষয়ে মন্তব্য জানার জন্য পাওয়া যায়নি নোবেলকেও।

ভিডিওটি অনলাইনে প্রকাশ পেয়েছে ৯ জুলাই। ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ‘সা রে গা মা পা’-২০১৯ এর ফলাফল।

Leave a Reply

Your email address will not be published.