জীবনটা ক্যামেরার মতো – জয়া আহসান

সিনেমার ব্যস্ততার বাইরে সোশ্যাল মিডিয়ায় থাকে জয়ার সরব উপস্থিতি। প্রায়শই নতুন নতুন ছবি শেয়ার করেন। কখনো কখনো ছড়িয়ে দেন শরীরী আবেদনে ভরা খোলামেলা ছবি। আর তা দেখে মুহূর্তেই ঝড় ওঠে ভক্তদের মনে।

বুধবার (১০ আগস্ট) একটি ক্যামেরা শেলফের সামনে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করেছেন জয়া। তার পরনে রয়েছে সবুজ টপ ও সাদার ওপর সবুজ প্রিন্টের প্যান্ট। কাঁধে ঝুলছে বাক্সের মতো লাল রঙের একটি ব্যাগ।

ছবিটির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘জীবনটা ক্যামেরার মতো; যেটা গুরুত্বপূর্ণ, সেটার ওপর ফোকাস করো, ভালো সময়টা ধারণ করো, নেতিবাচকতা থেকে উন্নতি করো। এবং যদি বিষয়টা কাজ না করে, তাহলে আরেকটা শট নাও।’

প্রসঙ্গত, জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ‘ঝরা পালক’ নামের একটি সিনেমায়। গত ২৪ জুন এটি মুক্তি পায় পশ্চিমবঙ্গে। সিনেমাটি নির্মিত হয় কবি জীবনানন্দ দাশের জীবনের ঘটনা অবলম্বনে।