‘তীরন্দাজ’ নিয়ে আসছেন তানিম রহমান অংশু

ঢালিউডে পরিচিত  মুখ তানিম রহমান অংশু । নিজেকে চিনিয়েছেন ‘ন ডরাই’ সিনেমা দিয়েই । চলচ্চিত্রটির জন্য দর্শকের বিপুল ভালোবাসার পাশাপাশি সমালোচকদেরও মন জিতেছিলেন তিনি। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

এরমাঝে বেশ কিছু কাজ করলেও প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করেছেন অংশু। যার নাম ‘তীরন্দাজ’। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, খায়রুল বাশার, রোদসী, মীর রাব্বী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

প্রথম ওয়েব সিরিজ নিয়ে উচ্ছ্বসিত অংশু জানান , ‘ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন, প্রফেশনাল জেলাসি, স্বার্থপরতা-মানুষের চলমান জীবনে ঘটে যাওয়া এসব ঘটনা নিয়েই ওয়েব সিরিজটি নির্মাণ করেছি। আমরা যেমনটা চেয়েছিলাম অভিনয়শিল্পীরা তেমনটাই এখানে দিতে পেরেছেন। আমার বিশ্বাস দর্শক কাজটি পছন্দ করবেন। এর মাধ্যমে সমাজও নতুন কিছু মেসেজ পাবে।’

এই নির্মাতা আরও জানান, আগামী ২০ মার্চের মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি দেওয়া হবে ‘তীরন্দাজ’। মোট ৫টি পর্ব সাজানো হয়েছে সিরিজটি।