থানায় জিডি করলেন ফারিণ

বিএফডিসিতে শুটিং শেষে নিজের ব্যবহৃত ‘আইফোন ১৪ প্রো’ হারিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মোবাইল চুরি সংক্রান্ত ঘটনায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বুধবার(৪ অক্টোবর) একটি জিডি করেছেন। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে। আশা করছি, খুব শীঘ্রই মোবাইল ফোনটি উদ্ধার করা হবে।’

সংশ্লিষ্টরা জানান, বুধবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে অভিনেত্রীর মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। তখন ফোনটি ওই ছেলের হাতেই ছিল। একটু পর সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিণ দেখতে পান ছেলেটি আর নেই। মোবাইলও নেই।

এ ঘটনায় ফারিণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।