দুই বাংলায় মুক্তি পাচ্ছে হিরো আলমের সিনেমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হিরো আলম। তবে ভরাডুবি হয়েছে। রাজনীতির ব্যস্ততা শেষে পুরোদমে কাজে নেমেছেন তিনি। ইভান মল্লিকের পরিচালনায় হিরো আলমের নতুন সিনেমা ‘বাদশা দ্য কিং’ মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারিতে। জানা গেছে, বাংলাদেশ-কলকাতা দুই বাংলাতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

হিরো আলম জানিয়েছেন, অনেক আগেই সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে সিনেমাটি মুক্তির কাজ চলছে। কলকাতায় ‘বাদশা দ্য কিং’ মুক্তির বিষয়ে আলাপ আলোচনা চলছে।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘খুব শিগগির ভারতে যাব। সেখানে পৌঁছালেই বাকি কার্যক্রম সম্পন্ন হবে। আশা করি অন্য সব সিনেমার থেকে এই সিনেমাটি একেবারেই ভিন্নধর্মী হবে। কারণ কাজী হায়াতের মতো বড় বড় তারকারা রয়েছেন ‘বাদশা দ্য কিং’-এ।

তিনি আরও বলেন, ‘সামনে ভালো কিছু কাজ আসছে। এতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন। এছাড়াও একটু অপেক্ষা করলেই দর্শকরা কিছু চমকপ্রদ উপহার পাবেন আমার পক্ষ থেকে। কারণ আমি এখন অভিনয়ে পুরোপুরি মন দিয়েছি।’

হিরো আলম বলেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে অভিনয় শিখছি। আপনারা জানেন, আমি কবিতা-আবৃত্তির ওপরও প্রশিক্ষণ নিচ্ছি। উচ্চারণের সমস্যা কিছুটা হলেও অতিক্রম করেছি।’

Leave a Reply

Your email address will not be published.